রাতুল মন্ডল, শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে আসামী ধরাকে কেন্দ্র করে এলাকাবাসী ও ডিবি পুলিশের মধ্যে সংঘর্ষ হযেছে। এ সময় উত্তেজিত জনতা ধাওয়া দিলে ডিবি পুলিশের ৩ সদস্য অবরুদ্ধ হয়। পরে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ১ ঘন্টা অবরোধ ও ডিবি পুলিশবাহী গাড়ী ভাংচুর করে।
মঙ্গলবার সন্ধ্যা ৬টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা পল্লী বিদ্যুৎ মোড়ে এ ঘটনা ঘটে। পরে শ্রীপুর থানা পুলিশ ও গাজীপুর বিডি পুলিশ ঘটনাস্থলে পৌছে উত্তেজিত জনতাকে মহাসড়ক থেকে সরিয়ে দিলে ২ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
মাওনা চৌরাস্তার আল-আমিন মুড়ির মিলের মালিক কামরুল ইসলাম জানান, মঙ্গলবার সন্ধ্যায় ডিবি পুলিশের একটি দল তার মিলের পাশের আল-আমীন চিড়া ও মুড়ির মিলে গাজীপুর ডিবি পুলিশে কর্মরত এস আই খাইরুলের নেতৃত্বে এসে ম্যানেজার আবুল কালামকে আটক করে নিয়ে যেতে চাইলে ঘটনাস্থলেই স্থানীয় জনতার রোষানলে পড়ে অবরুদ্ধ হন ডিবি পুলিশের ৩ সদস্য। পরে রাত ৮টায় ঘটনাস্থল থেকে অবরুদ্ধ সদস্যদের উদ্ধার করা হয়।
গাজীপুর পুলিশের সহকারী পুলিশ সুপার(সার্কেল এএসপি) তোফাজ্জল হোসেন ঘটনাস্থলে পৌছে সাংবাদিকদের জানান, ডিবি পুলিশের কোন সদস্য অন্যায় কজে জড়িত প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে। এ সময় তিনি মাইকে জনতার উদ্দেশ্যে প্রকৃত দোষীদের বিচারের আশ্বাস দিলে বিক্ষোব্ধ জনতা ঘটনাস্থল থেকে সরে যায়।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক(এস আই) হেলাল উদ্দিন জানান, সংবাদ পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে অবরোধকারীদের মহাসড়ক থেকে সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়।