রাতুল মন্ডল, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলায় মাদক সেবিদের হামলায় এক বৃদ্ধা মহিলা আহত হয়েছেন। আহত মহিলা গাজীপুর ইউনিয়নের শ্রীমঙ্গল পুকুর পাড়ের গুচ্ছ গ্রামের সদস্য খোদেজা বেগম (৫০)।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধায় মাদক সেবনে বাধা দেওয়ায় একই গ্রামের নেহামুদ্দিনের ছেলে রাশেদ মাহমুদ ও তার বন্ধুদের হামলায় আহত হন ওই বৃদ্ধা মহিলা।
বৃদ্ধা মহিলা খোদেজা বেগম জানান, রাশেদ ও তার বন্ধুরা মিলে তার বাড়ির পিছনে শ্রীমঙ্গল পুকুর পাড়ে বসে প্রতিদিন সন্ধায় মাদক সেবন করে। মাদক সেবনের টাকা না পেয়ে তার বাড়ির বিভিন্ন জিনিসপত্র চুরি করে নেয় মাদকসেবিরা। তিনি প্রায়ই প্রতিবেশিদের কাছে অভিযোগ করতেন । এমন যন্ত্রনা সহ্য করতে না পেরে প্রতিবাদ করে তাদের মাদক সেবনে বাধা দিতে গেলে ব্যাপক মারধর করে তাকে। তিনি আরো জানান, স্থানীয় চেয়ারম্যান বা পুলিশ স্টেশনে অভিযোগ দিলে হত্যার হুমকি দেয় নেহামুদ্দিনের আরেক ছেলে হুসাইন মাহমুদ। এ বিষয়ে গত মঙ্গলবার শ্রীপুর থানায় অভিযোগ দায়ের করা হয়।
অভিযুক্ত রাশেদ মাহমুদ বলেন, আমি কাউকে মারি নাই। ওই মহিলার সাথে আমার কোন ঝামেলা নেই। মাদক সেবনের বিষয়টি তিনি অস্বীকার করেন।
শ্রীপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো. রফিকুল ইসলাম জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।