শ্রীপুরে সিএসও নেটওয়ার্ক কমিটির সমন্বয় সভা  

গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ ফুলজান বিবির বাংলা

 

Picture 2

শারমিন সরকার

ব্যুরো চীফ

গ্রাম বাংলা নিউজ২৪.কম

শ্রীপুর অফিস: শ্রীপুর উপজেলা সিএসও(সিভিল সোসাইটি ওর্গানাইজেশন) নেট ওয়ার্ক কমিটির সমন্বয় সভা শুক্রবার বিকেলে শ্রীপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

 

প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহায়তায় ঢাকা আহ্ছানিয়া মিশনের গার্ল পাওয়ার প্রজেক্টের উদ্দ্যোগে উক্ত সমন্বয় সভায় সভাপতিত্ব করেন,কমিটির সভাপতি আঃ কাদের মাস্টার। নেট ওয়ার্ক কমিটির সাধারন সম্পাদক ও সাংবাদিক আবদুস সলাম রানার সঞ্চালনায় সমন্বয় সভায় নেট ওয়ার্ক কমিটির ১৮ সদস্য/সদস্যা উপস্থিত ছিলেন।

 

সভায় গার্ল পাওয়ার প্রজেক্টের চলমান ৩ মাসের প্রতি কোর্য়াটারের গ্রহনকৃত কর্মসূচী উপস্থাপন করেন টেকনিক্যাল অফিসার নাসিম রহমান। সভায় উপস্থিতিদের মতামতের ভিত্তিতে গ্রামীন হত দরিদ্র নারীর কর্মসংস্থনের লক্ষে সেলাই প্রশিক্ষণের ব্যবস্থা করা,শিশু বিয়ে রোধে উপজেলার ৭ টি ইউনিয়নে উন্নয়ন নাট্য প্রদর্শন ও শিশু অধিকার প্রতিষ্ঠা, শিশু নির্যাতন,নারী-পুরুষ বৈষম্য দূর করতে সকলে মাঠ পর্যায়ে কাজ করার সিদ্ধান্ত গৃহীত হয়। পরিশেষে সভাপতি সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *