প্রাণকৃষ্ণ বিশ্বাস প্রান্ত, বরিশাল বিভাগীয় ব্যুরোচীফ : বাংলাদেশ নদী পরিব্রাজক দল বরিশাল বিভাগের আয়োজনে জাংগালিয়া নদী পরিদর্শন ও নদী পর্যটন বিষয়ক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।জাংগালিয়া নদী পারে অবস্থিত ঝালকাঠিস্থ আব্দুল মালেক ডিগ্রী কলেজে সোমবার সকাল দশটা থেকে বেলা তিনটা পর্যন্ত এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বর্ন্যাঢ্য শোভাযাত্রা, জাংগালিয়া নদী পরিদর্শন, ও নদী পর্যটন বিষয়ক সেমিনারেরর মধ্য দিয়ে অনুষ্ঠানটি পরিচালিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের অধ্যক্ষ সৈয়দ মো: বেলায়েত হোসেন, প্রধান উপদেষ্টা, ঝাককাঠি জেলা নদী পরিব্রাজক দল। সেমিনারের মূল প্রতিপাদ্য ও বিশেষ নিবন্ধ উপস্থান করেন অত্র সংগঠনের দেশ সেরা সেক্রেটারি-২০১৬, প্রাণকৃষ্ণ বিশ্বাস প্রান্ত, সাধারণ সম্পাদক, বাংলাদেশ নদী পরিব্রাজক দল, বরিশাল বিভাগীয় কমিটি।সংগঠনের বরিশাল বিভাগীয় সভাপতি অধ্যাপক জহির উদ্দীন মো: বাবরের সভাপতিত্বে সেমিনারে পর্যটন বিষয়ক বক্তব্য প্রদান করেন অধ্যাপক জাহাঙ্গীর হোসেন সিনিয়র সহ সভাপতি, বরিশাল বিভাগীয় কমিটি, অধ্যাপক সুপ্রভাত মজুমদার, সভাপতি, পিরোজপুর জেলা কমিটি প্রমুখ।এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক ফারুক ইসলাম হাওলাদার, সহ সভাপতি, বরিশাল বিভাগীয় কমিটি, অধ্যাপক ইসহাক আলী সিকদার, সিনিয়র সহ সভাপতি, ঝালকাঠি জেলা কমিটি, অধ্যাপক উৎপল দাশ গন সংযোগ সম্পাদক, বরিশাল বিভাগীয় কমিটি, বরিশাল বিভাগের সকল জেলা কমিটির নেতৃবৃন্দ ও আব্দুল মালেক ডিগ্রী কলেজের নদী প্রেমী ছাত্রছাত্রী। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা ও সেমিনার সঞ্চালনায় ছিলেন অধ্যাপক জাকির হোসেন, সভাপতি, বরিশাল জেলা কমিটি। অনুষ্ঠানে বক্তারা বলেন দেশ মাতৃকার বৃহত্তর স্বার্থে নদী দখল ও দূষন অবশ্যই রুখতে হবে। সেই সাথে নদী রক্ষায় জনসম্পৃক্ততা বাড়াতে হবে।অনুষ্ঠান শেষে মধ্যাহ্ন ভোজনের মধ্যদিয়ে এ আনন্দঘন অনুষ্ঠানটির পরিসমাপ্তি টানা হয়।