মোঃ শফিকুল ইসলাম ভূইয়া, গাজীপুর অফিস; শ্রীপুরে চাকুরীর নাম করে এক কিশোরীকে পতিতালয়ে বিক্রির অভিযোগ উঠেছে।
মামলা সুত্রে জানাযায় শ্রীপুর উপজেলার গোসিংগার ইউপির ২নং ওয়ার্ডের পটকা গ্রামের আম্বিয়া খাতুনের কিশোরী মেয়ে কে তারই প্রতিবেশী আঃ হক মুন্সীর ছেলে মিলন ও তার স্ত্রী মাজেদা আক্তার মিলে চাকুরীর লোভ দেখায়। অতঃপর আসামীরা মেয়েটিকে টাংগাঈল জেলার সাঘরদিঘির শুকরা গ্রামের মৃত মতিনের ছেলে সাদ্দামের কাছে গত ২০ অক্টোবর ২০১৬ নগত ৫০ পঞ্চাশ হাজার টাকা ও একটি গরুর বিনিময়ে বিক্রি করে দেয়। এর পরই কিশোরী কে একটি ঘরে আটকে রেখে বাধ্যতামূলকভাবে যৌন কাজে লিপ্তকরে নির্যাতন করা হয়। এই কাজে কিশোরীর উপর নেমে আসত মধ্যযুগীয় কায়দায় বর্বর নির্যাতন। এমনই এক পর্যায় এক খদ্দের কে হাতে পায়ে দরে তার মোবাইল দিয়ে কিশোরী তার বোন কে ফোন করে ঘটনার বর্ননা দিলে বাড়ীর লোক জন গিয়ে এলাকার লোকজনে র সহায়তায় তাকে উদ্ধার করে। অতঃপর তাকে শ্রীপুর উপজেলা হাসপাতালে ভর্তি করানো হয়। এ ব্যাপারে কিশোরীর মা আম্বিয়া খাতুন বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় মামলা করেন।
মামলার বিষয়ে শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) আসাদুজ্জামান এর কাছে জানতে চাইলে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মামলা নেওয়া হয়েছে আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।