ঢাকা; যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে হত্যা করতে উস্কানি দেয়ার অভিযোগে ২৬ বছর বয়সী এক যুবতীকে খুঁজছে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস। মার্টিন লুথার কিং জুনিয়র দিবসে এবং ট্রাম্পের শপথ গ্রহণের তিন দিন আগে ওই যুবতী টুইটারে একটি পোস্ট দেন। তাতে দৃশ্যত ট্রাম্পকে হত্যার হুমকি দেয়া হয়েছে।
ট্রাম্পকে হত্যার জন্য তিনি কাউকে আহ্বান জানাচ্ছেন। ওই যুবতীর নাম হিদার লরে। তিনি কেনটাকির লুইসভিলে বসবাস করেন। তিনিই ১৭ই জানুয়ারি টুইটারে ওই পোস্টটি করেন। এতে তিনি বলেন, মার্টিন লুথার কিংকে হত্যা করতে কেউ একজন নিষ্ঠুরতা দেখিয়েছিল। এখন হয়তো কেউ একজন ট্রাম্পকে হত্যা করার মতো যথেষ্ট উদারতা দেখাবে। পরে অবশ্য ওই টুইটটি মুছে ফেলা হয়েছে। তারও পরে হিদার লরে’র টুইট একাউন্টও লাপাত্তা হয়ে গেছে। এখন আর ওই একাউন্টটি নেই। নিউ ইয়র্ক ডেইলি নিউজকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন ডেইলি মিরর। এতে বলা হয়েছে, সিক্রেট সার্ভিস নিশ্চিত করেছে যে, হিদার লরি’কে তাদের কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করেছে। এখনও বিষয়টি তদন্তাধীন। গঠন করা হয় নি কোনো অভিযোগ। কুরিয়ার জার্নালকে সিক্রেট সার্ভিসের একজন এজেন্ট বলেছেন, এমন হুমকিমুলক কোনো তথ্য আমরা যখনই পাবো তখনই তা নিয়ে অনুসন্ধান করবো। ওদিকে হিদার লরিৎর যেসব সহকর্মী ছিলেন তারা এরই মধ্যে তার কাছ থেকে দূরত্ব বজায় রাখছেন। উল্লেখ্য, ২১শে জানুয়ারিতে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে ট্রাম্প বিরোধী নারীদের বিক্ষোভ হওয়ার পর এ বিষয়ে নীরবতা ভেঙেছেন তিনি। তিনি বিক্ষোভকারীদের উদ্দেশে বলেছেন, এসব মানুষ কেন ভোট দিতে যায় নি। ২১শে জানুয়ারি বিশ্বব্যাপী ৭৫টিরও বেশি দেশে ৬ শতাধিক ট্রাম্পবিরোধী বিক্ষোভ হয়।