বিএসইসি ভবনে আগুন কিছুটা নিয়ন্ত্রণে

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ

 

 

48178_img
গ্রাম বাংলা ডেস্ক:রাজধানীর কাওরান বাজারে বিএসইসি ভবনে আগুন লেগেছে। দুপুর পৌনে ১২টা দিকে ভবনের ১১তম তলায় এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। ওই তলায় দৈনিক আমার দেশের কার্যালয় অবস্থিত। একই ভবনে এনটিভি, আরটিভিসহ গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের কার্যালয় রয়েছে। আগুন নিয়ন্ত্রণে দমকল বাহিনীর অন্তত ২০টি ইউনিট কাজ করছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। ভবন থেকে নেমে আসা আমার দেশের একজন কর্মী জানান, কিছু বুঝে উঠার আগেই তারা হঠাৎ কালো ধোয়া দেখতে পান। এরপরই তারা নিচে নেমে আসেন। তখন কার্যালয়ে আর কেউ ছিল না। এদিকে এনটিভি ও আরটিভির কর্মীরাও আগুন লাগার পর নিচে নেমে আসেন। আগুন লাগার সময় ওই ভবনে একটি কর্মশালাও চলছিল। আগুন লাগার পর ওই কর্মশালায় অংশগ্রহণকারী ও অতিথিরাও দ্রুত নিচে নেমে যান।
২০০৭ সালের ২৬ শে ফেব্রুয়ারি এই ভবনে আগুন লেগে এনটিভি, আরটিভি ও আমার দেশসহ ১০টি প্রতিষ্ঠানের কার্যালয় পুড়ে যায়।
বেলা সোয়া ১টায় দিকে ভবনের উপরের দিকে কালো ধোয়া উড়তে দেখা যায়। তবে তখন ধোয়ার পরিমান কম ছিল। এসময় দমকল বাহিনীর কর্মীরা অগ্নিনিরোধক পোশাক পড়ে ভবনের ভেতরে যাওয়ার চেষ্টা করেন। ওই ভবন থেকে সম্প্রচারে থাকা এনটিভি ও আরটিভির সম্প্রচার বন্ধ রয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ভবনের সামনে ও পিছনে থেকে উচু মই দিয়ে পানি ও ফোম দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। বিএসইসি ভবনের পাশের বাপেক্স ভবন থেকেও পানি দেয়া হচ্ছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ভবনের উপরের তলার কাঁচ ভেঙে ধোয়া বের করার চেষ্টা করছেন।
আমার দেশের কর্মীরা জানিয়েছেন, তাদের কার্যালয়টি নিকেতনে সরিয়ে নেয়ার কথা রয়েছে। সেখান থেকে মালামালও সরানো হচ্ছিল। আমারদেশ পত্রিকা প্রকাশ না হলেও তাদের অনলাইন বিভাগ চালু ছিল বলে জানিয়েছেন তারা।
আরটিভির প্রধান বার্তা সম্পাদক লুৎফর রহমান জানিয়েছেন, তাদের কর্মীরা আগুন লাগার সময় কার্যালয়ে থাকলেও তারা পরে নিরাপদে নিচে নেমে এসেছেন। এনটিভির সিনিয়র সাংবাদিক আশিকুর রহমান চৌধুরী জানিয়েছেন, এনটিভির কর্মীরাও নিরাপদে রয়েছেন। এদিকে অগ্নিকা-ের খবরে ঘটনাস্থলে ছুটে যান এনটিভির চেয়ারম্যান মোসাদ্দেক আলী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *