খেলা; নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রাইটস্টচার্চে বাংলাদেশ প্রথম দিন শেষ করেছে ২৮৯ রান তুলে। প্রথম ইনিংসে টসে হেরে ব্যাট করতে নেমে অলআউট হয়ে যায় টাইগাররা। কাল সকালে নিউজিল্যান্ড প্রথম ইনিংসের জবাব দিতে মাঠে নামবে। ১৭৯ রানে ৫ উইকেট হারিয়ে ধুকতে থাকা বাংলাদেশ দলের হাল ধরেছিলেন দুই অভিষিক্ত নুুরুল হাসান সোহান ও নাজমুল হোসেন শান্ত। ৬ষ্ঠ উইকেটে ৫৩ রানের জুটি গড়ে দলকে ২’শ রানের কোটা পার করেন এই দুই তরুণ। কিন্তু ১৬ রান করে ক্যারিয়ারের প্রথম টেস্ট ম্যাচে আউট হয়ে সাজঘরে ফেরেন শান্ত। পরের লড়াই টা শুধু সোহানের। প্রথমে তাসকিনকে নিয়ে ৯ রানের জুটি। এরপর কামরুল ইসলাম রাব্বিকে নিয়ে ৯ম উইকেটে ১৬ রানের ১৬ রানের জুটি গড়েন। তবে ক্যারিয়ারের প্রথম ম্যাচে ফিফটি থেকে মাত্র ৩ রান দূরে সোহানও হাল ছাড়েন। শেষ মুহুর্তে লেজের ব্যাটসম্যানদের এমন লড়াই প্রথম ইনিংসে শুধু মানটাই রক্ষা হয়েছে। এর আগে ওয়েলিংটন টেস্টে প্রথম ইনংসে ৫৯৫/৮ রানে ইনিংস ঘোষণা করা টাইগারদের এই ম্যাচে মান প্রথম ইনিংসে মান বাঁচানোই কঠিন হয়ে পড়েছিল। হবে না কেন! তামিম ইকবালের দলে নেই মুশফিকুর রহীম, ইমরুল কায়েস ও মুমিনুল হক সৌরভের মত টেস্ট ব্যাটসম্যান। আগের ম্যাচের অভিষিক্ত তাসকিনের সঙ্গে এই ম্যাচে যুক্ত হয়েছেন আরও দুই অভিষিক্ত উইকেট কিপার ব্যাটসম্যান নূরুল হাসান হোসান ও নাজমুল হোসেন শান্ত। তাই এমন অনভিজ্ঞ দল নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ টেস্টটা এখন আসলে মান বাঁচানোরই লড়াই।
প্রথম ইনিংসে ২৮৯ রানে অল আউট বাংলাদেশ
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে বিপদেই পড়ে বাংলাদেশ। তবে সাকিব আর হাসান আর সৌম্য সরকার দৃঢ়তাপূর্ণ ব্যাটিংয়ে বিপর্যয় কাটিয়ে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। কিন্ত আচমকা ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ে বাংলাদেশ পড়ে দল। বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় তখন ৩৭.৫ ওভারে ১৭৯/৫ রান। ১৬৫ রানে ২ উইকেট হারানোর পরের ১২ রানে আরও তিন উইকেট হারায় বাংলাদেশ। শুরুতেই ওপেনার অধিনায়ক ১৭ বলে ৫ আর ওয়ান ডাউনে নামা মাহমুদুল্লাহ ২৪ কলে ১৯ রান করে আউট হন তখন বাংলাদেশের সংগ্রহ মাত্র ৩৮। এ সময় সৌম্য সরকারের সঙ্গে জুটি বাঁধেন আগের টেস্টে ডাবল সেঞ্চুরি করা সাকিব আাল হাসান। এ জুটি শতাধিক রান যোগ করে এগিয়ে যাচ্ছিলেন। দুজনই ফিফটি করেছেন। কিন্ত সাবলীল খেলতে থাকা সৌম্য সরকার ৮৬ রান করে আউট হয়ে যান। তিনি ১০৪ বলে ৮৬ রান করার পথে ১১টি চার মার হাঁকান। চতুর্থ টেস্টে এটি তার প্রথম ফিফটি। গত বছর খুলনায় পাকিস্তানের বিপক্ষে অভিষেকের পর ভারতের বিপক্ষে দুই টেস্টে তার সর্বোচ্চ ছিল ৩৭ রান। আর সাকিব ৭৫ বলে ৫৭ রান করে আউট হলেন। তার সঙ্গে যোগ দিয়েছিলেন সাব্বির রহমান। তিনি মাত্র ৮ বলে ৭ রান করে ট্রেন্ট বোল্টের তৃতীয় শিকারে পরিণত হন। পঞ্চম উইকেটে আসেন ১২ প্রথম শ্রেণীর ম্যাচ খেলা ১৮ বছর বয়সী নাজমুল।