গ্রাম বাংলা ডেস্ক: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, মুক্তিযোদ্ধাদের তালিকা যেভাবে নতুন করে করা হচ্ছে, তেমনি স্বাধীনতাবিরোধী ও রাজাকারদেরও তালিকা প্রকাশ করা হবে। বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ আয়োজিত এক হরতাল বিরোধী সমাবেশে তিনি এ কথা বলেন। তিনি বলেন, কোথাও হরতাল পালিত হচ্ছে না। জামায়াত-বিএনপি যেন নাশকতা করতে না পারে, সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। আলবদর বাহিনীর প্রধানকে যারা মন্ত্রী বানিয়েছে, জনতার আদালতে তাদের বিচার হবে বলে জানান তিনি। এছাড়া, জামায়াতের হরতালের বিরুদ্ধে রাজধানীর গুলিস্থান আওয়ামী লীগ অফিসের সামনে পৃথক পৃথক সমাবেশ করে ঢাকা মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ প্রমুখ।