স্টাফ করেসপন্ডেন্ট
গ্রাম বাংলা নিউজ২৪.কম
গাজীপুর অফিস: খুনের বিষয়ে কিছুই জানি না এবং ডিবিএল গ্রুপ আমাদের ৪কোটি টাকার ক্ষতি সাধন করেছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেছে কেয়া কসমেটিকস।
বৃহসপতিবার দুপুরে গাজীপুর মহানগরের কোনাবাড়ি জরুন এলাকায় প্রতিষ্ঠানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওই অভিযোগ করেন কেয়া কসমেটিকসের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল খালেক পাঠান। এসময় প্রতিষ্ঠানের পরিচালক আক্কাছ আলী পাঠান ও কর্মকর্তা মজিবুর রহমান উপস্থিত ছিলেন।
সম্মেলনে বলা হয়, ডিবিএল গ্রুপের চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাবুল বিরোধপূর্ন জমিটি নিজের দাবি করে বলেন, গাজীপুর সিটি কর্পোরেশন থেকে নিষেধাজ্ঞা ও দুই পক্ষের সমঝোতা হওয়ার পরও অন্যায়ভাবে জমি দখলের উদ্দেশ্যে হামলা ভাংচূর ও স্থাপনায় অগ্নিসংযোগ করে ডিবিএল গ্রুপ। এতে তার ৪ কোটি টাকার ক্ষতি সাধন হয়।
সম্মেলনে আরো বলা হয়, বিডিএল গ্রুপের কোন খুনের ব্যাপারে কেয়া কসমেটিকস কিছুই জানে না। বিবিএল গ্রুপ কেয়ার ৪জন প্রুতিবন্ধিকে আটক করে রেখেছেন বলে অভিযোগ করা হয়েছে।
বুধবার জমি নিয়ে কেয়া কসমেটিকস ও ডিবিএল গ্রুপের মধ্যে সৃষ্ট সংঘর্ষে বিডিএল গ্রুপের নিরাপত্তা কর্মী নূর হোসেন(৪৫) নিহত ও ২৪ জন আহত হয়। তুরাগ নদীর চর ভরাট করে একটি খালি জায়গা দখল নিয়ে ওই দুই প্রতিষ্ঠানের মধ্যে দীর্ঘ দিন যাবৎ বিরোধ চলে আসছিলো।