গ্রাম বাংলা ডেস্ক: রাজধানীর উত্তরায় পুলিশের সঙ্গে শিবির কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। জামায়াতের ডাকা ৭২ ঘন্টা হরতালের ১ম দিনে শিবির কর্মীরা মিছিল বের করলে সংঘর্ষের সূত্রপাত হয়। এসময় ১০ শিবির কর্মী আহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ৫ শিবির কর্মীকে গ্রেপ্তার করে বলে দাবি করেছে শিবির। গ্রেপ্তার কৃতদের মধ্যে নজরুল ইসলাম, মো. হাবীব, মো. ইমন ও মাসুদুর রহমান রয়েছেন। সকাল ১১ টায় উত্তরার দক্ষিনখান এলাকা থেকে ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারী তারিক হাসানের নেতৃত্বে মিছিলটি শুরু হয়ে উত্তরা জসিমউদ্দিন এলাকার দিকে যাওয়ার মুখে পুলিশ বাধা দেয়। মিছিলে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন- ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তরের প্রশিক্ষন সম্পাদক আইয়ুব আলী, প্রচার সম্পাদক জাকের হোসাইন, সাহিত্য সম্পাদক আজিজুল ইসলাম সজিবসহ অন্যরা।