ঢাকা; যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশকে হাসপাতালে নেয়া হয়েছে। ৯২ বছর বয়সী সাবেক এই প্রেসিডেন্টের অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি ভাল আছেন বলে জানিয়েছেন তার চিফ অব স্টাফ জ্যাঁ বেকার।
অনলাইন স্কাই নিউজ এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, জ্যাঁ বেকার বলেছেন তিনি দু’এক দিনের মধ্যেই বাসায় ফিরতে পারবেন। তবে কি অসুস্থতার জন্য সিনিয়র বুশকে টেক্সাস মেডিকেল সেন্টারের হিউজটন মেথোডিস্ট হাসপাতালে নেয়া হয়েছে সে সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানান নি। ওদিকে শুক্রবার নতুন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠান। ফলে স্বাস্থ্যগত কারণে তিনি তাতে যোগ দিতে পারবেন না বলেই মনে হচ্ছে। উল্লেখ্য, জর্জ এইচ ডব্লিউ বুশ যুক্তরাষ্ট্রের ৪১তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন ১৯৮৯ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত। তিনি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ও ফ্লোরিডার সাবেক গভর্নর জেব বুশের পিতা।