বান্দরবানের লামায় ধর্ষণের প্রতিবাদে -বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

Slider চট্টগ্রাম

গ্রাম বাংলা নিউজ টুয়েন্টিফোর ডটকম(১)

 

 

 

 

 

 

 

জাহিদ হাসান, বান্দরবান জেলা প্রতিনিধি: আলীকদম উপজেলায়  এসএসসি  পরীক্ষার্থী এক উপজাতী তরুনী ধর্ষনের প্রতিবাদে আজ ১৮ জানুয়ারী সকাল সাড়ে ১০ টা থেকে লামা উপজেলা পরিষদের সম্মুখে সচেতন আদিবাসী ছাত্র ও যুব সমাজ লামা এর উদ্দ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আলীকদম উপজাতীয় আবাসিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী মারমা কিশোরীকে ধর্ষণের ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে করেছে লামার সচেতন ছাত্র ও যুব সমাজের নেতৃবৃন্দরা।উল্ল্যেখ্য- বান্দরবান জেলার আলীকদমে মারমা কিশোরী ধর্ষণ এবং সেই ধর্ষণের ভিডিও ধারণের অভিযোগে ২ যুবককে আটক করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের রেপার পাঁড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আলীকদম থানার অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা জানান, এসএসসি পরীক্ষার্থী মারমা কিশোরীকে স্থানীয় যুবক মিজানুর রহমান (২৩) গত ১৪ জানুয়ারী/২০১৭, শনিবার রাতে ধর্ষণ করে। সেই ধর্ষণের ভিডিও ধারণ করে মিজানের সহযোগী সাইফুল ইসলাম (২৪)। ওই কিশোরী বিষয়টি বাসায় জানালে তার ভাই বাদী হয়ে আলীকদম থানায় মামলা করেন।পুলিশ রাতেই চৈক্ষ্যং বাজার থেকে ধর্ষণের ঘটনায় জড়িত দুই যুবককে গ্রেফতার করেছে। গ্রেফতার দুই যুবককে রোববার সকালে বান্দরবান জেলা সদরের আদালতে নিয়ে আসা হয়েছে। ধর্ষিতার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করতে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *