ঢাকা; নিজের শপথ গ্রহণ অনুষ্ঠানে জনগণকে অংশ নিতে উৎসাহী করতে ফেসবুকের আশ্রয় নিয়েছেন প্রেসিডেন্ট নির্বাচিত ডনাল্ড ট্রাম্প। এ জন্য তিনি ফেসবুকে বিজ্ঞাপন দিয়েছেন।
আগামী শুক্রবার তিনি শপথ নিয়ে হোয়াইট হাউসে ওভাল অফিসে বসবেন রিসোলুট ডেস্কে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে ক্ষমতায় আসীন হওয়ার পূর্ব মুহূর্তে যেসব নেতা সর্বনি¤œ জনসমর্থন পেয়েছেন তার মধ্যে অন্যতম ডনাল্ড ট্রাম্প। এ খবর দিয়েছে অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট। এবিসি নিউজ/ওয়াশিংটন পোস্টের জরিপ অনুযায়ী নিউ ইয়র্কের রিয়েল এস্টেট ব্যবসায়ী ডনাল্ড ট্রাম্পকে ইতিবাচক চোখে দেখছেন শতকরা মাত্র ৪০ ভাগ মার্কিনী। প্রেসিডেন্ট বারাক ওবামা যখন শপথ নিয়েছিলেন তার পূর্ব মুহূর্তে এই রেটিং ছিল আরও ২১ ভাগ বেশি। অর্থাৎ বারাক ওবামাকে ইতিবাচক হিসেবে দেখেছিলেন শতকরা ৬১ ভাগ মার্কিনী। জনপ্রিয়তার নিচের দিকে থাকা ট্রাম্প তাই তার শপথ অনুষ্ঠানে যোগ দিতে জনগণকে উদ্বুদ্ধ করছেন ফেসবুকে। তাতে তিনি তার একটি ভিডিও পোস্ট করা হয়েছে। এতে ট্রাম্প বলছেন, আমেরিকার ইতিহাসে শপথ গ্রহণের মুহূর্তটি আমাদের জন্য। আমি চাই শপথ গ্রহণের দিনে আপনারা আমার সঙ্গে যোগ দেবেন। ভীষণ আনন্দের হতে যাচ্ছে এই অনুষ্ঠান। ‘টু-নাইট শো’র স্টাফার মেরিনা কোকেনবার্গ নোটিশ করেছেন যে, ফেসবুকে যে বিজ্ঞাপন দেয়া হয়েছে তাতে টার্গেট করা হয়েছে ২৭ বছরের বেশি বয়সী নিউ ইয়র্কারদের। উল্লেখ্য, প্রেসিডেন্ট নির্বাচনে জনপ্রিয় ভোট বেশি পেতে ব্যর্থ হয়েছেন ট্রাম্প। তার চেয়ে প্রায় ২০ লাখ ভোট বেশি পেয়েছেন হিলারি ক্লিনটন। তা নিয়ে অনেক বিতর্ক। সে যা-ই হোক, শেষ পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে শপথ নিচ্ছেন ট্রাম্প। কিন্তু তার সেই শপথ অনুষ্ঠানে বিনোদন জগতের শীর্ষ স্থানীয়দের পারফর্ম করানোর জন্য ট্রাম্পকে যেন সংগ্রাম করতে হচ্ছে। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ প্রত্যাশা করছে, ট্রাম্পের শপথ অনুষ্ঠানকে লক্ষ্য করে ওয়াশিংটনে সমবেত হবেন ৯ লাখ মানুষ। ২০০৯ সালে প্রেসিডেন্ট বারাক ওবামার শপথ অনুষ্ঠান উপভোগ করতে যে পরিমাণ মানুষ সেখানে সমবেত হয়েছিলো এ সংখ্যা তার প্রায় অর্ধেক। উল্লেখ্য, ট্রাম্পের শপথ অনুষ্ঠানের বাইরে বিপুল সংখ্যক মানুষ তার প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ করবে। এরই মধ্যে ডনাল্ড ট্রাম্প নিউ ইয়র্ক টাইমসকে একটি সাক্ষাতকার দিয়েছেন। তাতে তিনি আবারও মিথ্যার আশ্রয় নিয়েছেন। তিনি বলেছেন, আমরা অবিশ্বাস্য এক শপথ অনুষ্ঠান করতে যাচ্ছি। হয়তো সেটা রেকর্ড স্থাপন করবে। এতে থাকবেন সিনেমা ও বিনোদন জগতের প্রচুর তারকা। উল্লেখ্য, ওই অনুষ্ঠানে পারফর্ম করবে না ব্রুস স্প্রিংস্টিন ব্যান্ড। ট্রাম্প বলেছেন, ওয়াশিংটনের সব দোকান থেকে পোশাক বিক্রি হয়ে গেছে। এই শপথ অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য একটি চমৎকার পোশাক খুঁজে পাওয়া এখন কঠিন। তবে ওয়াশিংটনের খুচরা বিক্রেতা, বড় ও ছোট বিক্রেতা তারা বলেছেন, রাজধানী শহরে পর্যাপ্ত পরিমাণে ‘বল গাউন’ আছে।