সাভারে অভিনব কায়দায় বাস ডাকাতি

Slider গ্রাম বাংলা

49627_map

 

সাভার; প্রথমে চালক ও সহকারীকে বেঁধে রেখে বাস ছিনতাই। পরে পথে পথে যাত্রী তুলে তাদের মালামাল লুট। অভিনব এ ডাকাতির ঘটনা ঘটেছে সাভারে। ডাকাতদের হামলায় দুই নারী যাত্রীসহ অন্তত ১৫ জন গুরুতর আহত হয়েছে।
আজ ভোরে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের শিমুলতলা ডগরমোড়া এলাকায় সায়েম স্পেশাল রজনীগন্ধা নামের নৈশ কোচে এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতি হওয়া নৈশ কোচের চালক নবিরুল জানান, গতকাল রাতে তারা সায়েম স্পেশাল রজনীগন্ধা (রাজ মেট্রো ১১.০১.০২) নামের ওই নৈশ কোচ রাজশাহী চাঁপাই থেকে যাত্রী নিয়ে ঢাকার গাবতলী এলাকায় আসেন। পরে বাস যাত্রীদের নামিয়ে দিয়ে তারা নৈশ কোচটি নিয়ে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুর ষ্ট্যান্ড এলাকায় পার্কিং করে রাখেন। রাত ১১ টার দিকে ১৫ সদস্যের একদল ডাকাত ওই বাসে উঠে চালক নবিরুল (৪৮) সুপার ভাইজার কামাল ও সহকারী ফরিদকে বাসের সিটের সঙ্গে হাত পা ও মুখ বেঁধে রাখে। ডাকাতরা নিজেরাই নৈশ কোচটি চালিয়ে গাবতলী দিয়ে বিভিন্ন বাসষ্ট্যান্ড থেকে যাত্রী উঠিয়ে বিমানবন্দর আশুলিয়া হয়ে আসার পথে বাসের ১৫ জন যাত্রীকে পিটিয়ে গুরুতর আহত করে হাত পা ও মুখ বেঁধে নগদ টাকা মোবাইল ফোন ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। পরে সকালে ঢাকা আরিচা মহাসড়কের শিমুলতলা সেন্ট্রাল চক্ষু হাসপাতালের সামনে বাসটি ফেলে পালিয়ে যায় ডাকাতরা। বাসের যাত্রীদের গোঙানী শুনে স্থানীয়রা বাস যাত্রীদের হাত পা ও মুখ বাধা অবস্থায় উদ্ধার করে সাভারের সুপার ক্লিনিকে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *