স্টাফ করেসপন্ডেন্ট
গাজীপুর : জামায়াতে ইসলামী আহুত হরতালের প্রথম দিনে হরতালের সমর্থনে পিকেটিং ও মিছিল হয়েছে। নাশকতার অভিযোগে সারা জেলা থেকে ৬জনকে আটক করেছে পুলিশ।
শ্রীপুর থানার পরিদর্শক(তদন্ত) আবুল কাশেম জানান, শিবির কর্মী ও বিএনপির কর্মী মিলে ৬জনকে আটক করা হয়েছে। একই কারণে কালিয়াকৈর থানায় আটক হয়েছেন একজন। জননিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।
এদিকে হরতালের সমর্থনে ঢাকা-গাজীপুর সড়কের চান্দনা চৌরাস্তায় ও বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউটের সামনে জামায়াত-শিবির ঝটিকা মিছিল করেছে। এসময় তারা সড়কের মাঝে কাঠ খড় জ্বালিয়ে আগুন দেয়।
এ ছাড়া জেলার বিভিন্ন স্থানে সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সড়ক মহাসড়ক গুলোতে স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করছে। দোকানপাট অফিস আদালতে কাজ কর্ম স্বাভাবিক আছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তায় মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।