সিলেট প্রতিনিধি :: অনিয়মে বৃত্তে বন্দি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। এরকম অনিয়মের ঘটনা:-১
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত উপ-পরিচালক ডা: মফিজ উদ্দীন যোগদানের পর কিছু দিন মেডিকেল গেষ্ট হাউজে বসবাসের পর বর্তমানে হাসপাতালের ৩য় তলার ২৫ নম্বর কেবিনে বসবাস করেছেন। ফলে প্রতিদিন ৫২০ টাকা হারে বছরে ১৮৯৮০০ ক্ষতির সম্মুখিন হচ্ছে সরকার।
সরেজমিনে দেখা যায় ডা: মফিজ উদ্দীন ২০১৬ সালের আগষ্ট মাসে ওসমানী হাসপাতালে যোগদানের পর প্রতি বৃহস্পতিবার ব্রাক্ষনবাড়িয়ার কসবা গেলে পরের শনিবার অফিস ফাঁকি দিচ্ছেন দিনের পর দিন। এদিকে কেবিনে রাতে একা বসবাস করায় কর্মকর্তা কর্মচারীদের মাধ্যে কৌতুহলের সৃষ্টি হচ্ছে বলে জানা যায়।
এছাড়াও চুক্তিবিত্তিক ১৬০০ জন কর্মচারী বিল উত্তোলন করলেও বাস্থবে কর্মচারী আছে মাত্র ৬০ জন।