হাফিজুল ইসলাম লস্কর সিলেট :: দুর্ঘটনারোধ ও সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে সিলেট নগরীর চারটি গুরুত্বপূর্ণ পয়েন্টে ‘রাউন্ড অ্যাবাউট’ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সিটি করপোরেশন। তন্মধ্যে কাজিরবাজার পয়েন্টে যে রাউন্ড অ্যাবাউট নির্মাণ করা হবে, সেখানে বিশেষ ব্যবস্থায় ফুটিয়ে তোলা হবে সিলেটের নান্দনিক ঐতিহ্য।
সিলেট সিটি করপোরেশন সূত্র জানায়, নগরীর কাজির বাজার পয়েন্ট, বাবনা পয়েন্ট, চৌহাট্টা পয়েন্ট এবং টিলাগড় পয়েন্টে চারটি রাউন্ড অ্যাবাউট নির্মাণ করা হবে।
এ চারটি রাউন্ড অ্যাবাউটের মধ্যে কাজিরবাজার পয়েন্টে যেটি হবে, সেখানে ভাস্কর্যের আদলে বিশেষ ব্যবস্থায় সিলেটের ঐতিহ্য ফুটিয়ে তোলা হবে বলে জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব।
তিনি বলেন, সৌন্দর্যবর্ধন ও দুর্ঘটনারোধের জন্য চারটি রাউন্ড অ্যাবাউট নির্মাণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তন্মধ্যে কাজিরবাজার পয়েন্টে সিলেটের ঐতিহ্য ফুটিয়ে তোলা হবে।