বাগেরহাট; বাসের চাপায় ৪ ভ্যান আরোহী নিহত ও অপর দুই ব্যক্তি আহত হয়েছেন। সোমবার সকালে বাগেরহাট-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার কাকডাঙ্গা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে দুই জন শিশু, একজন নারী ও একজন পুরুষ রয়েছেন। পুলিশ তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানাতে পারেনি। দুর্ঘটনার কারণে প্রায় এক ঘন্টা ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল।
বাগেরহাট হাইওয়ে পুলিশের এসআই মো. জামাল হোসেন বলেন, সকাল ১০টার দিকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা নামের একটি দূরপাল্লার বাস ব্যাটারিচালিত ভ্যানটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই চার জন নিহত ও অপর দু’জন আহত হন। ঘটনার পর বাসটি পালিয়ে যায়।