গ্রাম বাংলা ডেস্ক: জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য মীর কাসেম আলীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলার রায় আগামী রোববার দেয়া হবে।
মামলাটি আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর কার্যতালিকায় এসেছে। ট্রাইব্যুনালের নিয়ম অনুযায়ী, কোনো মামলার রায় ঘোষণার এক কার্যদিবস আগে সেটি কার্যতালিকায় অন্তর্ভুক্ত করা হয়।
উল্লেখ্য, গত ৪ মে বিচারিক কার্যক্রম শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখা হয়।