টঙ্গী ইজতেমা ময়দান থেকে আলী আজগর পিরু; আখেরী মোনাজাত শেষে ইজতেমা ময়দান থেকে মানুষ ঘরে ফেরা শুরু করেছেন। অনেকে মোনাজাত চলাকালীন সময়েও নিজ নিজ স্থানে রক্ষিত যানবাহনের কাছে পায়ে হেঁটে হেঁটে গিয়েছেন।
এখন সকল রুটে যানচলাচল শুরু হয়েছে। ইজতেমা শেষে বাড়ি ফেরত মানুষের উপচে পড়া ভীড় লক্ষ্য করা যাচ্ছে স্থল, জল ও রেলরুটে। কোন যানবাহনে তিল ধারণের জায়গা নেই। এই ভীড় সন্ধ্যা নাগাত চলবে। রাত থেকে মানুষের চাপ কিছুটা কমবে বলে আশা করছেন সাধারণ মানুষ।