ঢাকা; আশুলিয়ায় একটি মাটির ট্রাকের সঙ্গে ব্যাটারী চালিত অটোরিক্সার সংঘর্ষে বাবা-মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুই জন। আহতদের মধ্যে ওই শিশুর মা আর্জু বেগম (২৫) ও অটোরিক্সার চালক রয়েছে।
শনিবার ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার বাইশমাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- আশুলিয়ার ডেন্ডাবর এলাকার কাশেম মিয়ার বাড়ির ভাড়াটিয়া আজাদ মিয়া (৩৫) এবং তার ৪ বছর বয়সী শিশু কন্যা মরিয়ম। প্রত্যক্ষদর্শীরা জানায়, আশুলিয়ার নয়ারহাট থেকে মাটি ভর্তি একটি ট্রাক ঢাকা-আরিচা মহাসড়কের বাইশমাইল এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি ব্যাটারী চালিত অটোরিক্সার সাথে সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই মারা যায় অটোরিক্সায় থাকা শিশু মরিয়ম। গুরুতর আহত হয় শিশুটির বাবা-মা ও বাটারী চালিত অটোরিক্সা চালক। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত গণ স্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে ভর্তি করেন। কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরহত চিকিৎসক তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দিলে সেখানে পৌছার আগেই শিশুটির বাবা আজাদের মৃত্যু হয়। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন সড়ক দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। এছাড়া মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। এছাড়া এই ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।