টঙ্গীতে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু

Slider জাতীয়

15965348_596040470591116_2321410679241647825_n

আলীআজগর পিরু:  গাজীপুর মহানগর টঙ্গীর তুরাগ নদীর পূর্ব তীরে তাবলীগ জামাতের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আজ শুক্রবার থেকে শুরু হয়েছে।

এবারের দু’পর্বের ছয়দিনের বিশ্ব ইজতেমার প্রথম পর্বের তিনদিনের বিশ্ব ইজতেমা শুরু হয়েছে আজ ১৩ জানুয়ারি। পবিত্র হজ্বের পর মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সমাবেশে এই বিশ্ব ইজতেমা।প্রতি বারের মত এবার ও দেশ বিদেশের লাখো ধর্মপ্রাণ মুসল্লি ইজতেমায় অংশ নিয়েছেন।আর দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু হবে ২০ জানুয়ারি। দু’পর্বেই পৃথকভাবে অনুষ্ঠিত হবে আখেরি মোনাজাত। প্রথম পর্বের ১৫ জানুয়ারি এবং দ্বিতীয় পর্বের ২২ জানুয়ারি অনুষ্ঠিত হবে আখেরি মোনাজাত। এবারের প্রথম পর্বের ইজতেমায় ১৬টি জেলার মুসল্লিগণ অংশ নিয়েছেন। এদিকে ইজতেমার শুরুর দিনই অনুষ্ঠিত হবে বৃহত্তম জুমার নামাজ। জুমার নামাজে দেশী বিদেশী মুসলমানদের সঙ্গে আশপাশের অগনিত ধর্মপ্রাণ মুসল্লিরা শরিক হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *