গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে রংপুর চিনিকলের বিরোধপূর্ণ জমি থেকে উচ্ছেদের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ সাঁওতাল নেতা দ্বিজেন টুডুকে জামিন দিয়েছে আদালত।
মঙ্গলবার জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম এসএম তাসকিনুল হক এ আদেশ দেন।
গত বছরের ৬ নভেম্বর চিনিকলের অধিগ্রহণ করা জমি থেকে সাঁওতালদের কয়েকশ ঘর উচ্ছেদ করা হয়। এ সময় সংঘর্ষে তিন সাঁওতাল নিহত হন, গুলিবিদ্ধ হন বিমল কিসকু, চরণ সরেন ও দ্বিজেন টুডু।
এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানার এসআই কল্যাণকুমার চক্রবর্তী ৪২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৩০০/৪০০ জনকে আসামি করে মামলা করেন।
দ্বিজেনের আইনজীবী আব্দুর রশিদ বলেন, পুলিশের কাজে বাঁধা দেওয়ার অভিযোগে করা মামলায় পুলিশ গুলিবিদ্ধ দ্বিজেন টুডুকে রংপুর মেডিকেল কলেজ থেকে গ্রেপ্তার করে।পরে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয় তাকে।
“চিকিৎসা শেষে গত ৯ জানুয়ারি তাকে গোবিন্দগঞ্জে আনা হয়। থানায় রাত্রিযাপন শেষে মঙ্গলবার আদালতে তোলা হলে জামিন আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক জামিন মঞ্জুর করেন।”
ওই ঘটনায় গত বছরের ১৭ নভেম্বর বিমল কিসকু, চরণ সরেন নামে দুই সাঁওতালকে জামিন দিয়েছিল গাইবান্ধার একই আদালত।