‘ভবিষ্যতে সমাবেশের জন্য অনুমতির অপেক্ষা করবে না বিএনপি’

Slider রাজনীতি

48624_ruhul

 

ঢাকা;  ভবিষ্যতে সমাবেশের জন্য বিএনপি কারও অনুমতির অপেক্ষা করবে না বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে রিজভী এ কথা বলেন।
রিজভী বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার জন্য বিএনপি পুলিশের কাছে বারবার আবেদন করেছে। কিন্তু অনুমতি দেওয়া হয়নি। বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়া না হলেও এরশাদকে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। তাই ভবিষ্যতে বিএনপি সমাবেশ করার জন্য পুলিশের অনুমতির অপেক্ষা করবে না। রিজভী অভিযোগ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতন্ত্র নয়, বিএনপির নেতাকর্মীদের রক্ত চান। বিএনপির নেতাকর্মীদের লাশ মাটিতে লুটিয়ে পড়লে শেখ হাসিনা আনন্দিত হন, উল্লাস করেন। বিএনপির এই নেতা আরও বলেন, বর্তমান অবৈধ সরকারের শাসনকালে প্রকৃত অপরাধীরা সব সময় প্রশ্রয় পেয়ে যাচ্ছে। যার কারণে তনু, মিতু, সাগর-রুনীসহ কোন হত্যাকা-র বিচার হচ্ছে না। বিএনপির বরিশাল মহানগরের নেতা-কর্মীরা ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে কর্মসূচি পালনকালে মহিলা দলের নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে মহিলা দল এ মানববন্ধনের আয়োজন করে। মহিলাদলের সিনিয়র সহ-সভাপতি নূরজাহান ইয়াসমিনের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *