বড়শীতে মাছের বদলে মেশিন গান

Slider গ্রাম বাংলা সিলেট

img_20170110_231022

সিলেট প্রতিনিধি :: সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার চন্দরপুর গ্রামে কুশিয়ারা নদী থেকে মাছ ধরার বড়শীতে উঠে এলো পুরাতন একটি লাইট মেশিন গান বা এলএমজি।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার ভোরে উপজেলার বুধবারী বাজার ইউনিয়নের চন্দরপুরের মৃত জামাল উদ্দিনের ছেলে শহিদ আহমদ কুশিয়ারা নদীতে বড়শী দিয়ে মাছ ধরতে গেলে তার বড়শীতে ভারি কিছু আটকে যায়।

পরে পাড়ে তোলে আনার পর দেখা যায় আটকে যাওয়া জিনিসটি একটি পুরাতন জং ধরা স্বয়ংক্রিয় অস্ত্র।

গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম ফজলুল হক শিবলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্রটি উদ্ধার করে। অস্ত্রটি একটি লাইট মেশিন গান।

এলএমজিটি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ব্যবহৃত অস্ত্র বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *