গাইবান্ধা : গাইবান্ধার সাঘাটা উপজেলায় স্কুল শিক্ষিকা মঞ্জুরী খাতুনকে (৩৬) শ্বাসরোধে হত্যার দায়ে স্বামী শাহাদত হোসেন মন্ডল (৪৪) কে ফাঁসির আদেশ দেয়া হয়েছে।
গাইবান্ধা নারী ও শিশু ট্রাইব্যুনালের বিচারক রত্মেশ্বর ভট্টাচার্য গতকাল মঙ্গলবার দুপুরে এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত শাহাদত হোসেন মন্ডল নওগা জেলার ধামুরহাট উপজেলার চককুমুর গ্রামের ছামছুল হুদার ছেলে।
আদালত সুত্রে জানা গেছে, ২০০৭ সালের ১৭ জুন সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের শিমুলতাইড় গ্রামের মকবুল হোসেন খন্দকারের মেয়ে মঞ্জুরী খাতুনের সাথে শাহাদত হোসেনের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে দাম্পত্য কলহ লেগেই ছিল। ২০১১ সালের ২১ এপ্রিল শাহাদত হোসেন শ্বশুর বাড়িতে বেড়াতে আসেন। পরদিন রাতে শাহাদত হোসেন বালিশ চাপা দিয়ে মঞ্জুরী খাতুনকে শ্বাসরোধে হত্যার পর পালিয়ে যায়। ওই ঘটনায় মঞ্জুরীর বাবা মকবুল হোসেন বাদি হয়ে সাঘাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।