কুড়িগ্রাম: নাগেশ্বরীতে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালালো ভ্রাম্যমান আদালত। অভিযানে উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের সংকোষ নদী থেকে অবৈধ বালু উত্তোলনের ৩টি ড্রেজার মেশিন জব্দ করে আদালত। এসময় একটি ড্রেজারের পাইপ ভেঙ্গে মেশিন পানিতে ফেলে দেয়া হয়।
মঙ্গলবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) এস এম ফেরদৌস ইসলাম এর নেতৃত্বে গঠিত আদালত কচাকাটার কেদার ইউনিয়নের সংকোষ নদী থেকে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান চালায়। অভিযানকালে মালিকবিহীন ৩াট ড্রেজার মেশিন পায়। একটি মেশিনের সকল পাইপ ভেঙ্গে মেশিনটি নদীতে ডুবিয়ে দেয়া হয়। বাকী দুইটি মেশিন জব্দ করে কেদার ইউপি চেয়াম্যানের জিম্মায় দেয়া হয়।
এ ব্যাপারে নির্বহিী মেজিষ্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) ফেরদৌস ইসলাম জানান, মেশিনগুলোর মালিক পাওয়া যায়নি, মালিক পাওয়ার পর আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে। অভিযানের সময় কেদার ইউপি চেয়াম্যান মাহাবুবুর রহমান, কেদার ভূমি উপসহকারী মাসুদ আলম ও কচাকাটা থানার পুলিশ উপস্থিত ছিলো। জানা যায় দীর্ঘদিন থেকে একটি মহল ড্রেজার দিয়ে ওই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলো।