শরীয়তপুর; জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষে একজন নিহত ও চারজন আহত হয়েছেন। মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে।
নিহত ওই ব্যক্তির নাম হোসেন খাঁ। তিনি মীর আলী মাতবর কান্দি এলাকার বাসিন্দা। আহতরা হলেন- নূর হোসেন খাঁ, নূরু মিয়া খাঁ, জাহাঙ্গীর মাতবর ও সেকেন্দার ছইয়াল। এর মধ্যে গুরুতর আহত নূরু মিয়া খাঁ ও সেকেন্দার ছইয়ালকে উন্নত চিকিৎসার ঢাকার উদ্দেশে পাঠানো হয়েছে। স্থানীয়রা জানান, জাজিরার বড়কান্দি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সিরাজ সরদার ও সাবেক চেয়ারম্যান শফি খলিফার সঙ্গে দীর্ঘদিনের বিরোধ চলে আসছে। এই বিরোধের জের ধেরেই মঙ্গলবার ভোরে সংঘর্ষের ঘটনা ঘটে। ভোরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে জড়িয়ে পড়ে। তারা দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় ককটেল বিস্ফোরণে একজন মারা যান এবং ৪ জন গুরুতর আহত হন। জাজিরা থানার ওসি মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।