ঢাকা; উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে চান নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। এজন্য আদালতের জিম্মায় থাকা পাসপোর্ট ফেরত চান তিনি। পাসপোর্ট ফেরত পেতে প্রয়োজনে হাই কোর্টের মাধ্যমে আবেদন করবেন বলেও জানিয়েছেন তিনি। সকালে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সঙ্গে ‘শুভেচ্ছা বিনিময়’ অনুষ্ঠানে মান্না এ কথা জানান। দীর্ঘ ২২ মাস পর গণমাধ্যমের মুখোমুখি হন কারাগার থেকে সদ্য মুক্তি পাওয়া মান্না। কারাগারে থাকাকালীন গণমাধ্যমকে ‘পাশে’ পেয়েছেন বলে জানান তিনি। এজন্য গণমাধ্যম কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। এসময় মান্না সাংবাদিকদের বলেন, চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে বলেছেন। আমি বাইরে গিয়ে চিকিৎসা করাতে চাই। এ জন্য হাইকোর্টে পাসপোর্ট চেয়ে আবেদন করব। কারাগারে মানবিকতা বাড়ানো দরকার বলেও মন্তব্য করেন নাগরিক ঐক্যের আহ্বায়ক। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, জেলগুলো যেন সংশোধনাগার হয়। বিনা বিচারে অনেক আসামি কারাভোগ করছে উল্লেখ করে মান্না বলেন, ইট পাথরের মতো প্রশাসন, কারাগার এখনও মানবিক নয়। জেলের ভেতরে থাকা মানুষের আকুতি, কারাগার যেন আরও মানবিক হয়। আমি এবার ২১ মাস কারাগারে ছিলাম। এর আগে তরুণ বয়সে এর চেয়ে বেশি সময় কারাগারে কাটিয়েছি। কিন্তু তখন এতো কষ্ট হয়নি। এবার আমি অসুস্থ ছিলাম তাই খুব কষ্টে ছিলাম। আমাদের দেশে কারাগার আরও মানবিক হওয়া প্রয়োজন। নির্বাচন কমিশন গঠনে সব দলের কাছে প্রেসিডেন্টের আহ্বানের বিষয়টি কীভাবে দেখেন- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মান্না বলেন, প্রেসিডেন্ট যেটা করছেন তা কেবল ফরমালিটি বলেই আমার কাছে মনে হয়। সংলাপে কী হবে, না হবে তা আমার জন্য বলা দুস্কর। তবে নির্বাচন কমিশন যতই নিরপেক্ষ হোক, নিরপেক্ষ সরকারেরর অধীনে নির্বাচন না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাকে দেখতে হাসপাতালে গেছেন উল্লেখ করে মান্না বলেন, আমাকে তিনি দেখতে গিয়েছিলেন, এ জন্য আমি তার প্রতি কৃতজ্ঞ। তার সঙ্গে আমার সবসময় সুসম্পর্ক রয়েছে। আমরা একই বয়সী এবং আমাদের সম্পর্কও বন্ধুত্বপূর্ণ। ‘শুভেচ্ছা বিনিময়’ অনুষ্ঠানে নাগরিক ঐক্যের প্রধান উপদেষ্টা এসএম আকরামসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।