বগুড়া; বগুড়া সদরের মাটিডালি মোড় এলাকার হোটেল ড্রিম প্যালেসে আজ অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ২৪ কপোত-কপোতিকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযান টের পেয়ে ওই হোলেটের মালিক রাসেল আগেই পালিয়ে যায়।
আটককৃত ১২ জন কলগার্ল ও ১২ খদ্দের ভ্রাম্যমাণ আদালতের সামনে নিজেদের দোষ স্বীকার করায় আদালত ৪ জনের এক মাস, ৩ জনের ১৫ দিন করে জেল এবং বাকি ১৭ জনের নিকট থেকে সর্বমোট এক লক্ষ ২৩ হাজার পাঁচশত টাকা জরিমানা আদায় করা হয়েছে। বগুড়ার নির্বাহী ম্যাচিস্ট্রেট মো. মতিউর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করা হয়। এসময় আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এবং বগুড়া সদর থানা পুলিশ সহযোগিতা করে। দীর্ঘদিন থেকে হোটেল ড্রিম প্যালেসহ শহর এবং শহরতলী এলাকার একাধিক হোটেলে নিয়মিত অসামাজিক কার্যকলাপ চলছে। মাঝে মধ্যে দুই একটি প্রতিষ্ঠানে অভিযান চললেও অধিকাংশ হোলেট মালিকগুলো নির্বিঘ্নে অবৈধ ব্যবসা চালিয়ে আসছে।