গ্রাম বাংলা ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংযুক্ত আবর আমিরাত সফরকে তড়িঘরি সফর মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জ ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সেখানে ফটোসেশন হয়েছে কিন্তু ফল হয়নি।
তিনি বলেন, শ্রমিক নেয়ার ব্যাপারে দুই দেশের মধ্যে চুক্তি হয়নি। কেবল গৃহকর্মী পাঠানোর ব্যাপারে কথা হয়েছে। অথচ এ ব্যাপারে দীর্ঘদিন ধরেই কথা চলছিল।
আজ মঙ্গলবার দুপুরে প্রেস কাব মিলনায়তনে ‘২৮ অক্টোবর ট্রাজেডি-০৬ রুখে দাঁড়াও আওয়ামী জাহিলিয়াত’ আলোচনা সভায় তিনি এ কথা বলেন। জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা এর আয়োজন করে।
২৮ অক্টোবর দিনটিকে পূর্ব পরিকল্পিত এবং নীল নকশার অংশ মন্তব্য করে ফখরুল বলেন, দেশের স্বাধীনতা ও গণতন্ত্রে বিশ্বাসী জাতীয়তাবাদী শক্তিকে নিশ্চিহ্ন করে একটি তাবেদার সরকার প্রতিষ্ঠার ষড়যন্ত্র শুরু করেছে ওই দিন থেকে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশকে বিরাজনীতিকরণ করা হয়। ২০০৮ সালে ক্ষমতা দখলকারী আওয়ামী সরকার দেশে একদলীয় শাসন ব্যবস্থা করেছে। অথচ মুক্তিযুদ্ধ হয়েছিল গণতন্ত্র, সমঅধিকার ও মত প্রকাশের স্বাধীনতার জন্য।
তিনি বলেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে। নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে জনগণকে সাথে নিয়ে সরকারকে হটাতে হবে।