ঢাকা; জঙ্গিদের সক্ষমতা কমলেও হামলার আশঙ্কা এখনো রয়ে গেছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়া। তিনি বলেন, পর্যাপ্ত তথ্যপ্রমাণের ভিত্তিতে গুলশান হামলা মামলার অভিযোগপত্র দ্রুত দেওয়া হবে।
আজ সোমবার সকালে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলায় নিহত দুই পুলিশ কর্মকর্তার পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার সময় তিনি এ কথা বলেন।
ডিএমপি সদর দপ্তরে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে নিহত ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার রবিউল ইসলাম ও বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিনের প্রত্যেক পরিবারকে ১০ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকা দেওয়া হয়।
গত ১ জুলাই গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলা হয়।