রংপুর: রংপুরের পুলিশ সুপার মো: মিজানুর রহমান বলেছেন- পুলিশের সহযোগিতায় সমাজে শান্তি-শৃংখলা বজায় রাখা এবং মাদক, সন্ত্রাস,
জুয়া ও জঙ্গি তৎপরতা বন্ধে কমিউনিটি পুলিশিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদক থেকে রংপুরবাসীকে মুক্ত করতে হলে কমিউনিটি পুলিশিং এর কোন বিকল্প নেই। রংপুরের সৎ যোগ্য ও নিষ্ঠাবান যুব সমাজ সহ সকলকে কমিউনিটি পুলিশিং-এ যোগ দিয়ে রংপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে এগিয়ে আসতে হবে। পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সম্মিলিতভাবে দেশ থেকে জঙ্গিবাদ সমূলে উৎপাটনে এক যোগে কাজ করে চলেছে। দেশের স্বার্থে সকলকে সম্মিলিতভাবে এই জঙ্গিবাদ নিরসনে কাজ করার আহ্বান জানান তিনি।
শনিবার রাতে কমিউনিটি পুলিশিং রংপুরের ৩ নং ওয়ার্ড ও ১০ নং ওয়ার্ড এর ছিটকেল্লাবন্দ ও বক্তিয়ারপুর মহল্লা কমিটির উদ্যোগে আয়োজিত মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে রংপুরের পুলিশ পুলিশ সুপার মো: মিজানুর রহমান এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আপনাদের এলাকাকে সন্ত্রাস ও মাদকমুক্ত করতে এলাকাবাসীর সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং পুলিশ বাহিনীর সদস্যদের তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। তিনি কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যদের আরও বেশী বেশী করে সকল এলাকায় মাদক, সন্ত্রাস জঙ্গিবাদের কুফল ও ক্ষতিকারক দিক তুলে ধরে সভা সমাবেশ করার জন্য আহ্বান জানান।
সমাবেশে কমিউনিটি পুলিশিং রংপুর জেলা ও বিভাগীয় কমিটির সদস্য সচিব সুশান্ত ভৌমিক জঙ্গিবাদ সন্ত্রাস ও মাদক মুক্ত করে মাননীয় প্রধানমন্ত্রী
শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে দেশের উন্নয়নে বলিষ্ট ভুমিকা রাখার আহ্বান জানান। এসময় তিনি কমিউনিটি পুলিশিং ছিটকেল্লাবন্দ ও বক্তিয়ারপুর মহল্লা কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দদের পরিচয় করিয়ে দেন। তিনি নবনির্বাচিত কমিটির সদস্যদের অপরাধমুক্ত থেকে কাজ করার আহ্বান জানিয়ে
বলেন, যদি কোন সদস্যর বিরুদ্ধে কোন অভিযোগ পাওয়া গেলে তাকে কমিটি থেকে বাদ দিয়ে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার ঘোষনা দেন।
সুশান্ত ভৌমিক বলেন, আমরা শপথ নিয়েছি আমাদের এলাকা থেকে চিরতরে মাদক সন্ত্রাস আর জঙ্গিবাদকে বিতারিত করবো। তিনি
বলেন, কমিউনিটি পুলিশিং কমিটিতে কোন মাদক ব্যবসায়ী কিংবা কোন অপরাধীর কোন স্থান নেই।
কমিউনিটি পুলিশিং অফিসার ও কোতয়ালী থানার এসআই মহিব্বুল ইসলাম এর সঞ্চালনায় কমিউনিটি পুলিশিং রংপুরের ৩ নং ওয়ার্ড ও ১০ নং ওয়ার্ড এর ছিটকেল্লাবন্দ ও বক্তিয়ারপুর মহল্লা কমিটির সভাপতি খন্দকার আরব আলী বাবলু‘র সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার এ সার্কেল সাইফুর রহমান, কমিউনিটি পুলিশিং রংপুর জেলা ও বিভাগীয় কমিটির সদস্য সচিব সাংবাদিক সুশান্ত ভৌমিক, কোতয়ালী থানার অফিসার ইনচার্জ এবিএম জাহিদুল ইসলাম, কমিউনিটি পুলিশিং রংপুর মহানগর কমিটির সভাপতি ইদ্রিস আলী, বাংলাদেশ আওয়ামী লীগ ৩ নং ওয়ার্ড কমিটির সভাপতি শাহিন কাদেরী এবং রংপুর সিটি কর্পোরেশনের ৩নং ওয়ার্ডের
কাউন্সিলর আশেক আলী প্রমুখ।
কমিউনিটি পুলিশিং মহল্লা কমিটির সাধারন সম্পাদক আকতারুজ্জামন চাঁন, সহ সভাপতি ফেরদৌসী সরকার বিউটি, অর্থ সম্পাদক কাশেম আলী লিটু, সহ সাধারন সম্পাদক আনিছুর রহমান,সমাজসেবক আব্দুর রহিম প্রমুখ। এসময় স্থানীয় কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় ও সর্বস্থরের মানুষজন উপস্থিত ছিলেন। পরে সেখানে শতাধিক হতদরিদ্র ও অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।