স্টাফ করেসপন্ডেন্ট
গ্রাম বাংলা নিউজ২৪.কম
গাজীপুর অফিস : মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে পুলিশ সুপারের নেতৃত্বে বিশেষ অভিযানে ৩০জন আটক হয়েছে।
সোমবার বিকাল থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত গাজীপুরের পুলিশ সুপার মোঃ হারুনর রশিদের নেতৃত্বে গাজীপুর জেলা শহরের বিভিন্ন স্থানে ওই অভিযান পরিচালিত হয়।
পুলিশ সুপার কার্যালয়ের নীচ তলায় জেলা গোয়েন্দা শাখায় গিয়ে দেখা যায়, ৩০/৩৫জনকে আটক রাখা হয়েছে। বিচ্ছিন্নভাকে ফেনিসিডিল, গাঁজা ও মদও উদ্ধার হয়েছে।
গাজীপুর জেলা গোয়েন্দা শাখার(ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আমির হোসেন জানান, বিশেষ অভিযানে অনেককে আটক করা হয়েছে। যাচাই বাছাই চলছে। নির্দোষ দেখে কয়েকজনকে ছেড়ে দেয়া হবে। তবে তিনি দাগী আসামী সহ ১০/১৫জনকে গ্রেফতার দেখানো হতে পারে বলে নিশ্চিত করেছেন।