কালিয়াকৈরে চার কি.মি. অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ

IMG_20140922_100512
স্টাফ করেসপন্ডেন্ট
গ্রাম বাংলা নিউজ২৪.কম
কালিয়াকৈর : গাজীপুরে তিতাস গ্যাসের চন্দ্রা জোনাল অফিস ভ্রাম্যমান আদালত পরিচালনা করে প্রায় চার কিলোমিটার সঞ্চালন লাইনের অবৈধ গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করেছে। অভিযানকালে ৫৬০ ফুট সঞ্চালন লাইনের পাইপ উত্তোলন করে জব্দ করা হয়।

সোমবার সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পরিচালিত ওই ভ্রাম্যমান আদালতের বিচারক ছিলেন গাজীপুরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট তৌহিদ বিন হাসান।

স্থানীয় সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার পূর্ব মৌচাক এলাকার রহমত টেক্সটাইল মিল সংলগ্ন এলাকা থেকে পাশ্ববর্তী কলাবাধা ও টেকপাড়া এলাকায় অবৈধ গ্রাহকরা গ্যাস সংযোগ নিয়েছিল।

তিতাস গ্যাসের চন্দ্রা জোনাল অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী মো. সুরুজ আলম জানান, সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত রহমত টেক্সটাইল মিলের সংলগ্ন এলাকার উৎস লাইন থেকে ৫৬০ ফুট সঞ্চলন লাইনের পাইপ উত্তোলন করে জব্দ করা হয়েছে। এতে প্রায় চার কিলোমিটার অবৈধ সঞ্চলন লাইন ও প্রায় ৪ শ’ অবৈধ গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন হয়েছে।

অভিযানকালে তিতাস গ্যাসের চন্দ্রা জোনাল অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী মো. সুরুজ আলম, উপ-ব্যবস্থাপক প্রকৌশলী তোরাব হোসেন, উপ-ব্যবস্থাপক প্রকৌশলী দেলোয়ার হোসেন ও উপ-ব্যবস্থাপক শফিউদ্দিন উপস্থিত ছিলেন। মৌচাক ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক সেলিম রেজা সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *