এম এ কাহার বকুল; লালমনিরহাট প্রতিনিধিঃ, লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় সাড়ে ৫ কেজি গাঁজাসহ তোতা মিয়া (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কালীগঞ্জ থানা পুলিশ।
আটক তোতা মিয়া উপজেলার গোড়ল ইউনিয়নের বারোটারী এলাকার একাব্বর মিয়ার ছেলে।
আজ শনিবার (৭ জানুয়ারী) ভোরে পাঁচটার দিকে কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের বারোটারী এলাকার নিজ বাড়ি থেকে তোতা মিয়াকে আটক করা হয়।
কালীগঞ্জ থানার (এ এস আই) আতিয়ার রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে একদল থানা পুলিশ নিয়ে কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের বারোটারী এলাকার মাদক ব্যবসায়ী তোতা মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। পরে তার বাড়িতে তল্লাশী চালিয়ে সাড়ে ৫ কেজি গাঁজা উদ্ধার করে কালীগঞ্জ থানা পুলিশ।
এঘটনায় কালীগঞ্জ থানায় মাদক নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে দুপুরে আটক তোতা মিয়াকে লালমনিরহাট জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও নিশ্চিত করেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুকবুল হোসেন।