গ্রাম বাংলা নিউজ২৪.কম
কাপাসিয়া: পূর্ব শত্রুতার জেরে গাজীপুরের কাপাসিয়া শহরের রূপনগর কমিউনিটি সেন্টারে গত ২৬ অক্টোবর সকাল ১১টায় হামলা ভাঙচুর, লুটপাট ও কমিনিটি সেন্টারের স্বত্বাধিকারীকে পিটিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা। স্বত্বাধিকারী নাজমূল করিম আনছারি (৩৩) গাজীপুর সদর হাসপাতালে ভর্তি রয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার তরগাঁও গ্রামের মৃত সাজেদুল করিমের ছেলে রূপ নগর কমিউনিটি সেন্টারের স্বত্বাধিকারী নাজমূল করিম আনছারি প্রতিদিনের মত কমিউিনিটি সেন্টারে কাজে ব্যস্ত ছিল। এ সময় একই গ্রামের রফিকের ছেলে রাজু (২৫), মৃত নছর উদ্দিনের ছেলে রফিক (৪৫), হাসিম উদ্দিনের ছেলে ফরিদ (৪৬) মনির উদ্দিনের ছেলে রোকন ও সহযোগিরা (৩০) দেশীয় অ¯্র স¯্র নিয়ে আতর্কিত হামলা চালায়। এতে কমিউনিটির সেন্টারের ব্যাপক ক্ষতিসহ স্বত্বাধিকারী নাজমূল আনছারি গুরুতর আহত হলে পাশ্ববর্তী লোকজন তাকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা কমপ্লেক্স পরে গাজীপুর সদর হাসপাতালে পাঠায়।
কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ মো: আহসান উল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
২৭.১০.১৪