“যাব ফিরে গায়”
—মোস্তফা কামাল
পুরনো সেই স্মৃতি ভূলতে পারিনা
এখনো মনেপড়ে যায় গায়ের সেই মেঠুপথ।
এইত ক’দিন আগে গেলাম সে গায়
নাই সেই নদী নাই সেই নদ।
শিশির ভেজা সকালে ধানের ডগায়,
ঘাসের পাতায় নাই
সে আগের মত শিশির বিন্দু।
হয়েছে সব অট্টালিকা,
নদীটা একেবারেই ভরা
দেখতে এত লোক সেই দূর সিন্দু।
বার বার মন চায় চলে যাই
অনেক দূর যেখানে আছে
পল্লীমায়ের মধূর সূর।
লেখার তারিখ-১২/১২/০৪