গ্রাম বাংলা ডেস্ক: ভারতের দিল্লি জামে মসজিদের শাহী ইমাম সৈয়দ আহমেদ বুখারির গায়ে কেরোসিন ঢেলে ও আগুন দিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল স্থানীয় সময় সন্ধ্যা পৌনে ৬টায় মাগরিবের নামাজ পড়ানোর সময় অতর্কিত এ হামলার শিকার হন তিনি। তবে আশপাশের নামাজ আদায়রত মুসল্লি ও দেহরক্ষীদের কারণে অক্ষত রয়েছেন সৈয়দ আহমেদ বুখারি। হামলা চালানো ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়েছে। পশ্চিমবঙ্গের ২৪ পরগণা জেলার ৩২ বছর বয়সী যুবক কামালউদ্দিন এ হামলা চালায়। এ খবর দিয়েছে অনলাইন ইন্ডিয়া টুডে ও বার্তা সংস্থা পিটিআই। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, হামলা চালানো ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন। গতকাল মাগরিবের নামাজ পড়ানোর সময় ইমামের মাথায় কেরোসিন ঢেলে দেয় কামালউদ্দিন। লাইটারের সাহায্যে তার গায়ে আগুন দেয়ার চেষ্টা করার সময় আশপাশ থেকে দেহরক্ষী ও মুসল্লিরা ছুটে গিয়ে তা প্রতিহত করেন ও হামলাকারীকে পুলিশের কাছে হস্তান্তর করেন। শাহী ইমামের ছোট ভাই তারিক বুখারি এ তথ্য দেন। দিল্লির শাহী ইমামকে হত্যা করতেই পশ্চিমবঙ্গ থেকে ট্রেনে দিল্লি গিয়েছে বলে জানায় কামালউদ্দিন। তবে তার ক্ষোভের কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।