গ্রাম বাংলা ডেস্ক: ব্রাজিলে প্রেসিডেন্ট হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন দিলমা রুসেফ। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়ে তিনি দ্বিতীয় মেয়াদে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। আনুষ্ঠানিকভাবে ভোট-গণনার ফলাফলে দেখা গেছে, রুসেফ ৫১ শতাংশ ও তার প্রতিদ্বন্দ্বী মধ্য-ডানপন্থী নেতা আয়েসিও নেভেজ পেয়েছেন ৪৮ শতাংশ ভোট। বিজয় সম্ভাষণে ব্রাজিলের ভষ্যিতের স্বার্থে রুসেফ ঐক্যের ডাক দিয়েছেন। ব্রাজিলবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। গত বছর দুর্নীতি, ফুটবল বিশ্বকাপে রেকর্ড পরিমাণ অর্থ ব্যয় ও নিম্ন সেবার মানের কারণে রুসেফের বিরুদ্ধে বিক্ষোভ হয় ব্রাজিলে। ২০১০ সাল থেকে তিনি ব্রাজিলের দেশটির দায়িত্ব পালন করছেন। ব্রাজিলের দরিদ্র জনগোষ্ঠীর কাছে রুসেফের জনপ্রিয়তা সবচেয়ে বেশি। এর কারণ দরিদ্রদের জন্য তার সরকারের নেয়া বিভিন্ন সেবাদান কর্মসূচি। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর রুসেফ তার সমর্থকদের আন্তরিক ধন্যবাদ জানান। এর আগে ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম ধাপে ৩ প্রার্থীর কেউ সংখ্যাগরিষ্ঠ ভোট পাননি। দ্বিতীয় ধাপে প্রতিদ্বন্দ্বী ছিলেন রুসেফ ও নেভেজ।