সিলেট প্রতিনিধি :: পুলিশের বাঁধায় সিলেট নগরীতে বিএনপির ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালন পন্ড হয়েছে। বৃহস্পতিবার (০৫/০১/২০১৭) সকালে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে শহরের বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল এসে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন সমবেত হতে থাকে। পরে বেলা ১১টায় নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন থেকে বিএনপি নেতাকর্মীরা কালো পতাকা মিছিল বের করতে চাইলে পুলিশি বাঁধার মুখে পড়ে। অতঃপর মিছিল না করেই ছত্রভঙ্গ হয়ে স্থান ত্যাগ করেন নেতাকর্মীরা।
এ ব্যাপারে মহানগর পুলিশের কোতয়ালী মডেল থানার সহকারি কমিশনার (এসি) নুরুল হুদা আশরাফী বলেন, ‘তারা প্রশাসনের অনুমতি নেননি। ফলে আইনশৃঙ্খলার অবনতি ঘটার আশঙ্কায় তাদের মিছিল করতে দেওয়া হয়নি।’
৫ জানুয়ারি উপলক্ষে আম্বরখানা-চৌহাট্টা-জিন্দাবাজারসহ নগরীর প্রধান প্রধান মোড়গুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর বিএনপি এ কালো পতাকা মিছিল কর্মসূচির আয়োজন করেছিল।