গ্রাম বাংলা ডেস্ক: টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সেরা বোলিং এখন তাইজুলেরই ছবি: শামসুল হকবল হাতে মিরপুরে কী অসাধারণ দৃশ্যেরই না অবতাররণা করলেন তাইজুল ইসলাম। মাত্র ৩৯ রানে ৮ উইকেট নিয়ে দ্বিতীয় ইনিংসে একাই গুঁড়িয়ে দিলেন জিম্বাবুয়েকে। অসাধারণ বোলিং পারফরম্যান্সে নিজেকে নিয়ে গেলেন ইতিহাসের পাতায়। বাংলাদেশের পক্ষে টেস্ট ক্রিকেটে সবচেয়ে সেরা বোলিং পরিসংখ্যানের মালিক যে এখন তিনিই। টেস্ট ক্রিকেটের ইতিহাসেও সেরা বোলিংয়ের তালিকায় নিজেকে অন্তর্ভুক্ত করেছেন তিনি। এই তালিকায় তাঁর অবস্থান ৩০তম। বাংলাদেশের মাটিতেও সেরা টেস্ট বোলিং পারফরম্যান্স হিসেবে তাঁর আজকের বোলিং স্থান করে নিয়েছে ইতিহাসে।
১০১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে বাংলাদেশ। স্কোরবোর্ডে ৫ রান জমা হতে না হতেই ফিরে গেছেন তিন বাংলাদেশি ব্যাটসম্যান। তামিম ইকবাল, শামসুর রহমান ও মুমিনুল হক। নিজের খাতায় কোনো রান না তুলেই এলটন চিগুম্বুরার বলে ব্রেন্ডন টেলরের ক্যাচ হয়ে ফিরেছেন তামিম। তিনাশে পানিয়াঙ্গারা সরাসরি বোল্ড করে ফিরিয়েছেন শামসুর রহমানকে। ওই চিগুম্বুরার বলেই কট অ্যান্ড বোল্ড প্রথম ইনিংসে বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান মুমিনুল হক।
দিনের ষষ্ঠ ওভারেই ধ্বংসযজ্ঞ শুরু করেছিলেন তাইজুল ইসলাম। দারুণ এক বলে সাজঘরে ফেরান ভুসিমুজি সিবান্দাকে। এর পর আর পেছনে ফিরে তাকাননি। একে একে ফেরত পাঠিয়েছেন রেগিস চাকাভা, সিকান্দার রাজা, এলটন চিগুম্বুরা, ক্রেইগ এরভিন, তিনাশে পানিয়াঙ্গারা, টেনডাই চাতারা ও তাফাদজাওয়া কামুনগোজিকে। প্রতিটি বলই ছিল ক্লাসিকার বাঁ হাতি স্পিনের অনুপম প্রদর্শনী। মিরপুরের উইকেট তাঁর কাছ থেকে আজ দেখেছে টার্ন ও বাউন্সের ভয়াবহতা। জিম্বাবুয়ের বাকি দুটি উইকেট নিয়েছেন শাহাদাত হোসেন ও সাকিব আল হাসান।
তাঁর আজকের বোলিং বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত টেস্ট ম্যাচে সেরা বোলিং পরিসংখ্যানের শী এই বাঁ হাতি তরুণ-তুর্কির ইতিহাস গড়ার দিনে মিরপুর টেস্টে জয়ের গন্ধ পাচ্ছে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ইনিংসে মাত্র দেড় সেশন স্থায়ী করে ১১৪ রানে অলআউট হয়ে জিম্বাবুয়ে এই টেস্ট জয়ে জন্য বাংলাদেশের সামনে লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে মাত্র ১০১ রানের।