এস. এম. মনিরুজ্জামান মিলন, রংপুর বিভাগীয় প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের একমাত্র স্বেচ্ছাসেবী সংগঠন উত্তরের অভিযাত্রিকের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। “মোরা দুর্বার, মোরা নির্ভিক মোরা উত্তরের অভিযাত্রিক” স্লোগানকে সামনে রেখে ৪ বছর ধরে অসহায় মানুষের সেবায় নিয়োজিত আছে সংগঠনটি।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিকাল ৫ টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড়মাঠে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানসূচীর শুরু হয়। পরে সংগঠনটির সদস্যদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উত্তরের অভিযাত্রিকের উপদেষ্টা মন্ডলীর সদস্য হারুন-অর-রশীদ, তানভীর হাসান তানু, রবিউল এহসান রিপন। এছাড়া আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি রাসেদুজ্জামান সাজু, সহ-সভাপতি শাহরিয়ার সাদিক, মেহেদী হাসান জিলান, পরিকল্পনা সম্পাদক রহিম শুভসহ সংগঠনটির সদস্যবৃন্দ।
এ সময় উত্তরের অভিযাত্রিকের সভাপতি রাসেদুজ্জামান সাজু জানান, তিনি এবং তার সংগনের প্রতিটা সদস্য গরীব ও অসহায় মানুষের পাশে থাকার জন্যে প্রতিজ্ঞাবদ্ধ।
সংগঠনটির সহ-সভাপতি শাহরিয়ার সাদিক জানান, তাদের সংগঠনটি বরাবর ঠাকুরগাঁও এর অসহায় মানুষের পাশে থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে। এ সংগঠন থেকে বেশ কিছু শিক্ষামূলক কার্যক্রম হাতে নেওয়া হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, গতকাল বুধবার (৪ জানুয়ারি) ঠাকুরগাঁওয়ে উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি থাকার কারণে প্রতিষ্ঠাবার্ষিকীর সকল কার্যক্রম ১ দিন পেছানো হয়।