ঢাকা; একই অভিযোগ মাথায় নিয়ে একসঙ্গে তারা কারাগারে যান। দুই বছর পর কারাগারে অন্ধকার জীবন শেষে একসঙ্গে মুক্ত আলোয় ফিরলেন সরকারি আদেশে বরখাস্ত হওয়া দুই মেয়র আরিফুল হক চৌধুরী ও জি কে গউছ। বুধবার শেষ বিকালে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান সিলেট সিটি কর্পোরেশনের বরখাস্ত হওয়া মেয়র আরিফুল হক চৌধুরী। আর সন্ধ্যার পর মুক্ত হন হবিগঞ্জ পৌরসভার বরখাস্ত হওয়া মেয়র জিকে গৌছ। বুধবার বিকাল ৫ টার দিকে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তির পর আরিফুল হক চৌধুরীকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন দলীয় নেতাকর্মীসহ তার শুভাকাক্সক্ষীরা। গলায় গাঁদা ফুলের মালা, ছাদখোলা গাড়ি থেকে মাথা বের করে হাত উঁচিয়ে রাস্তায় দাঁড়ানো শুভার্থীদের শুভেচ্ছার জবাব দিয়ে আরিফুল হক চৌধুরী দিনের আলো নিভে যাওয়ার আগে পৌঁছেন তার বাসায়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান হবিগঞ্জ পৌরসভার সাময়িক বরখাস্ত হওয়া মেয়র জিকে গৌছ। হবিগঞ্জ থেকে মামলা সংক্রান্ত কাগজ আসতে দেরি হওয়ায় মুক্তি পেতে বিলম্ব হয় জিকে গউছের। মুক্তি পাওয়ার পর তাকেও ফুলের মালায় বরণ করে নেন সুহৃদ-ও দলীয় নেতাকর্মীরা। ফুলের মালা দিয়ে ‘কারা মিতা’কে বরণ করে নেন আরিফুল হক চৌধুরীও।