নতুন ভোটার ১৪ লাখ ৯৭৬৭২

Slider জাতীয়

 

47448_nc
ঢাকা; দেশে মোট ভোটারের  সংখ্যা ১০ কোটি ১৪ লাখ ৪০ হাজার ৬০১ জন। এর মধ্যে নতুন ভোটার হচ্ছে ১৪ লাখ ৯৭ হাজার ৬৭২ জন। সোমবার এ খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
খসড়া ভোটার তালিকা সর্বসাধারণের প্রদর্শনের জন্য সংশ্লিষ্ট জেলা নির্বাচন অফিস, সংশ্লিষ্ট রেজিষ্ট্রেশন অফিসারের (উপজেলা/থানা নির্বাচন) অফিস,রিভাইজিং অথরিটির কার্যালয়,ইউনিয়ন পরিষদ/ পৌরসভা/ ওয়ার্ড অফিস/ক্যান্টনমেন্ট বোর্ড অথবা রেজিস্ট্রেশন কেন্দ্র অথবা জনগুরুত্বপূর্ণ যেকোন স্থান টাঙ্গানো হয়েছে।  সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ তথ্য জানান ইসির সচিব মোহাম্মদ আবদুল্লাহ। তিনি বলেন, যেসব নাগরিকের ভোটার হওয়ার বয়স থাকা সত্ত্বেও বিভিন্ন কারণে ভোটার হতে পারেননি তাদেরকে ভোটার তালিকা হালনাগাদের আওতায় এনে খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। সচিব বলেন, ২০১৫ সালে ১১ লাখ ২৬ হাজার ৬৫৫ জন নাগরিকের তথ্য নেয়া হয়। এর মধ্যে পুরুষ ভোটার ৬ লাখ ৮১ হাজার ৯২৯ জন। মহিলা ভোটার ৪ লাখ ৪৪ হাজার ৭২৬ জন। আর ২০১৬ সালের ২৫ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ৩ লাখ ৭১ হাজার ১৭ জনের তথ্য নেয়া হয়। তাতে পুরুষ ভোটার ২ লাখ ২০ হাজার ৮৮৩ জন। মহিলা ১ লাখ ৫০ হাজার ১৩৪ জন।মোহাম্মদ আবদুল্লাহ বলেন, সব মিলে মোট ১৪ লাখ ৯৭ হাজার ৬৭২ জন নতুন ভোটার নিয়ে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে।এর মধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ২ হাজার ৮১২ জন। নারী ভোটার ৫ লাখ ৯৪ হাজার ৮৬০ জন ভোটার রয়েছেন।এসব ভোটারের বিষয়ে দাবী আপত্তির শেষ তারিখ ১৭ জানুয়ারি, দাবি নিস্পত্তি ২২ জানুয়ারি, ২৭ জানুয়ারি রেজিষ্ট্রেশন অফিসার কর্তিক দাবী আপত্তি সংশোধনীর জন্য দাখিলকৃত দরখাস্তের আপত্তি গৃহীত হবে। ৩১ জানুয়ারি চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি। সচিব আরো বলেন, নতুন ভোটরসহ দেশে বর্তমানে ভোটারের সংখ্যা ১০ কোটি ১৪ লাখ ৪০ হাজার ৬০১ জন। এর মধ্যে পুরুষ ৫ কোটি ২০ লাখ ৬৪ হাজার ১৮ জন। পুরুষ ভোটার ৫ কোটি ২ লাখ ৩৪ হাজার ৮৩ জন।দেশে বর্তমানে যেসব ভোটার রয়েছে তাদের সঙ্গে নতুন এ ভোটারদের যুক্ত করা হয়েছে। গত ২৫ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধনের সুযোগ দেয়া হয়েছিল। ২০১৭ সালের ১ জানুয়ারিতে যারা ভোটারযোগ্য ছিলেন তাদেরকে এ সুযোগ দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *