মোঃ জাহিদুল ইসলাম ডিমলা প্রতিনিধিঃ : নীলফামারীর ডিমলা উপজেলা চত্তরে ২ জানুয়ারী দিনব্যাপি নাবী পাট চাষীদের মাঝে কীটনাশক ও সার বিতরণ করা হয়েছে। জানা যায, উচ্চ ফলনশীল ( উফশী) পাট ও পাট বীজ উৎপাদন এবং উন্নত পাট পচন প্রকল্পের আওতায় উপজেলার ২৫০ জন কৃষকের মাঝে এসব সার ও কীটনাশক বিতরণ হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল করিম,নীলফামারী জেলা পাট কর্মকর্তা মোঃ এটিএম তৈবুর,আদর্শ কৃষক মোঃ মোশারফ হোসোন, উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ মহিবুর রহমান লোহানী, ডিমলা সদর ইউপি চেয়ারম্যান মোঃ আবুল কাশেম সরকার, মোঃ মোশারফ হোসেন প্রমূখ। সার ও কীটনাশক বীজ বিতরণ শেষে উপজেলা নিার্বহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম উপস্থিত নাবী পাট চাষীদের উদ্দেশ্যে বলেন, পাট সোনালী আঁশ। তাই আপনারা এই পাট চাষে আগ্রহ হারিয়ে ফেরবেন না। পাট চাষে অধিক মুনাফা পাওয়া যায়। সঠিক পরিচর্যা ও যতেœ এবং সার ও কীটনাশক প্রয়োগে সঠিক পথ অবলম্বন করা হলে পাট সত্যিই সোনালী আশেই পাওয়া যাবে। ভাগ্যের পরিবর্তন হবে আপনাদের । সেই সাথে আপনাাদের আর্থিক সচ্ছলতাও ফিরে আসবে।