উত্তরাঞ্চল ও সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি; গাইবান্ধার-১ (সুন্দরগঞ্জ) আসনের সরকারদলীয় এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যাকা-ের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
রোববার সন্ধ্যায় এমপি লিটনের ছোটবোন তাহমিদা বুলবুল কাকলী বাদীয় ৫ জনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এদিকে এমপি লিটনের হত্যার প্রতিবাদে রোববার স্থানীয়ভাবে হরতাল পালিত হয়েছে। বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ করে ঘটনার প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা। ঘটনায় দায়ীদের ধরতে এলাকায় সাড়াশি অভিযান চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিকে ময়নাতদন্ত শেষে এমপি লিটনের লাশ ঢাকায় আনা হয়েছে। সোমবার সকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জানাজা শেষে গাইবান্ধায় লাশ নিয়ে যাওয়া হবে। সেখানে জানাজা শেষে দাফন করা হবে। উপজেলার সর্বত্রই আইনশৃঙ্খলা রক্ষায় র্যাব, পুলিশ, বিজিবি টহল অব্যাহত রাখে। সুন্দরগঞ্জ থানার ওসি আতিয়ার রহমান জানান, ঘটনার পর থেকে সাঁড়াশি অভিযান চলছে। এ পর্যন্ত সন্দেহভাজন ১৮ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।