নীলফামারীতে জামায়াত শিবিরের ১৬ নেতাকর্মী গ্রেপ্তার

Slider ফুলজান বিবির বাংলা

viewimage-php_-400x220

নীলফামারী: নাশকতার চেস্টার অভিযোগে জেলার ছয় উপজেলায় অভিযান চালিয়ে পুলিশ জামায়ত শিবিরের ১৬ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে। গতকাল শনিবার রাতে জেলার ছয় উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে আজ রবিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।

গ্রেফতারকৃত জামায়ত-শিবিরের নেতাকর্মীরা হলেন, সৈয়দপুর উপজেলা জামায়াতের সাবেক আমীর পোড়ারহাট আলীম মাদ্রাসার প্রভাষক মাহমুদুল হাসান (৫৫), তার ভাই জামায়াতের শ্রমিক কল্যাণ ফেডারেশনের সৈয়দপুর শহর শাখার সাবেক সভাপতি ওয়াজেদ আলী (৪০), কাশিরাম বেলপুকুর ইউনিয়নের ওয়ার্ড জামায়াতের সভাপতি আজিজুল ইসলাম (৪০), ডোমার উপজেলার বামুনিয়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের জামায়াতের সক্রিয় কর্মী শাহজাহান খন্দকার (৫৪), একই ইউনিয়নের ঢুলানীপাড়া গ্রামের আইয়ুব আলী (৪৬) ও শিবির কর্মী খন্দকারপাড়া গ্রামের মো. হৃদয় (১৯), নীলফামারী সদর উপজেলার সংগলশী ইউনিয়ন জামায়াতের সক্রিয় রেজাউল করিম (৩২), ডিমলা উজেলার নাউতারা ইউনিয়নের আকাশকুড়ি গ্রামের জামায়াত কর্মী জাহেদুল ইসলাম (৪৭), একই গ্রামের সামসুল হক (৪৫), খালিশা চাপানী ইউনিয়নের ছোটখাতা গ্রামের সিদ্দিকুর রহমান (৩০), আবু রায়হান (৩৫), কিশোরীগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের মেলাবর গ্রামের ওয়ার্ড আমির জামিউর রহমান (৪৫), একই ইউনিয়নের উত্তর বড়ভিটা গ্রামের ওয়ার্ড আমির আনিছুর রহমান (৫৫) ও জলঢাকা উপজেলার শৌলমারী ইউনিয়নের সিদ্ধেশ্বরী গ্রামের জামায়াত কর্মী নূরন্নবী (৪৫), মৌজা শৌলমারী গ্রামের আনোয়ার হোসেন (৪৫) ধর্মপাল ইউনিয়নে উত্তর ধর্মপাল গ্রামের মজিবুল ইসলাম (৪৫)।

নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেন বলেন, নাশকতা সৃষ্টির চেষ্টার অভিযোগে জেলার ছয় উপজেলার বিভিন্ন স্থান থেকে শনিবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *