মোঃ জাহিদুল ইসলাম ডিমলা প্রতিনিধি :।। ‘‘এক একটি মা, এক একটি স্কুল’’ প্রত্যেক শিশু যেন সুরভীত ফুল শ্লেগানে নীলফামারী ডিমলা উপজেলার নিজপাড়া পাথর খুড়া নামক স্থানেআল-আরাফ কেজি স্কুলের আয়োজনে স্কুল চত্ত্বরে ৩১ ডিসেম্বর সকাল হতে প্রায় শতাধিক শিক্ষার্থী ও তাদেরে মায়েদের নিয়ে অনুষ্ঠিত হয় মা সমাবেশ। উক্ত মা সমাবেশে সভাপতিত্ব করেন উক্ত কির্ন্ডার গার্ডেন কেজী স্কুলে সভাপতি মোছাঃ ফজিলা বেগম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশিষ্ট আব্দুল কাফি। এ সময় বিশেষ অতিথি হিসেবেউপস্থিত ছিলেন বিজয় আওয়ামী লীগ নেতা ও সমাজ সেবক কুমার সিংহ রায়। সমাবেশে বক্তৃতা করেন ডা: হালিমুর রহমান, আমিনুর রহমান সহকারী শিক্ষক সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ। বক্তৃতায় উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আল ফায়িদ দিদার বলেন, আপনাদের আদরের সোনা মনিদের প্রতিভা লালনের নিশ্চয়তায় আমাদের জ্ঞান দানে কোন কমতি হবে না। তাই শিক্ষকদের পাশাপাশি মায়ের ভূমিকা অপরিসীম। সন্তাকে মানুষের মত মানুষ করে গড়ে তোলার জন্য সমাজে সচেতনতা বৃদ্ধি করতে হবে। এসব ছোট ছোট সোনামনিদের মানুষের মত মানুষ করতে কারিগড়ের দায়িত্বটা আমরা ( শিক্ষক) নিচ্ছি।